ভারতে ৮০ কোটি মানুষের জন্যে চালের কেজি ৩ রুপি, গম ২ রুপি
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গতকাল বুধবার থেকে ১৫ দিনের জন্য গোটা ভারত লকডাউন করা হয়েছে। চলমান পরিস্থিতিতে যাতে খাদ্য সংকট তৈরি না হয়, সে জন্য তিন রুপি কেজি দরে চাল ও দুই রুপি কেজি দরে গম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল তিন রুপি কেজি দরে চাল ও দুই রুপি কেজি দরে গম দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
তিনি বলেন, আগামী তিন মাস এ পরিষেবা দেওয়া হবে। এতে প্রায় ৮০ কোটি মানুষ উপকৃত হবে।
পাশাপাশি চুক্তবদ্ধ সব অস্থায়ী কর্মীদের পুরো মাসের বেতন দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪৯ জন এবং মারা গেছেন ১৩ জন।
Comments