পাটুরিয়াঘাটে ফেরিপারের অপেক্ষায় ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক

করোনো প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে সব ধরণের যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এ কারণে, ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ এলাকায় বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক চলতে দেখা গেছে।
পাটুরিয়াঘাটে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরিপারের অপেক্ষায়। ২৬ মার্চ ২০২০। ছবি: স্টার

করোনো প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে সব ধরণের যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এ কারণে, ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ এলাকায় বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক চলতে দেখা গেছে।

বেলা ৩টার দিকে পাটুরিয়া ঘাট ও মহাসড়কের দুটি স্থানে ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে থাকতে দেখা গেছে।

পাটুরিয়াঘাট পুলিশ কন্ট্রোল রুমের ট্রাফিক ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জানান, ঢাকা-আরিচা মহাসড়কের উথলী ও পাটুরিয়াঘাট এলাকায় ৬ শতাধিক গাড়ি ফেরি পারের অপেক্ষায় আছে। নিয়মতান্ত্রিকভাবে সেগুলোকে পার করা হচ্ছে। রাত ৯টার মধ্যে আটকে থাকা গাড়িগুলো পার করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘সাতটি বড় ও ছয়টি ছোট ফেরি চালু আছে। ফেরি পারাপারে কোন সমস্যা নেই।

তবে, নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল মঙ্গলবার বিকাল থেকেই বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

20m ago