করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ৯৬ বছরের নারী
দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ৯৬ বছর বয়সী এক নারী চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন। তিনিই দেশটিতে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ।
সিএনএন জানায়, মিসেস হোয়াং নামে পরিচিত ৯৬ বছর বয়সী ওই নারী পুরোপুরি সেরে উঠেছেন। তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ১৩ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দায়েগু শহরের পোহাং পাবলিক ক্লিনিকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছিল।
গতকাল বুধবার সম্পূর্নভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মিসেস হোয়াং।
মিসেস হোয়াং দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আক্রান্ত অঞ্চল দেগু শহরের বাসিন্দা। বর্তমানে ছেলের পর্যবেক্ষণে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন।
Comments