মালয়েশিয়া, ভুটানের আটকে পড়া ৩৬৪ নাগরিক ফিরে গেছেন
বাংলাদেশে আটকে পড়া মালয়েশিয়া ও ভুটানের ৩৬৪ জন নাগরিক তাদের নিজ দেশে ফিরে গেছেন। গতকাল রাত ও আজ সকালের ভিন্ন ভিন্ন ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।
ফিরে যাওয়াদের মধ্যে ২২৫ জন মালয়েশিয়ার ও ১৩৯ জন ভুটানের নাগরিক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রাত ১২টার দিকে মালয়েশিয়ার নাগরিকরা বিশেষ একটি ফ্লাইটে ফিরে গেছেন। এর পর আজ সকাল ১০টার দিকে রয়াল ভুটান এয়ারলাইনস-ড্রুক এয়ারের ফ্লাইটে পারোর উদ্দেশে যাত্রা করেন ভুটানের যাত্রীরা।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত ১৪ মার্চ মালয়েশিয়াসহ ১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। ১৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই দেশগুলোর সঙ্গে বিমান চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে, ভুটানও বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে।
Comments