চীন থেকে পৌঁছেছে ২০ হাজার টেস্টিং কিট, পিপিই
চীনের দেওয়া ২০ হাজার টেস্টিং কিট ও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
বিমানবন্দরের উপপরিচালক এস এন ওয়াহিদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে একটি বিশেষ ফ্লাইটে করোনাভাইরাস মোকাবিলার সামগ্রীগুলো ঢাকায় পৌঁছেছে।
কার্গো উড়োজাহাজে ১০ হাজার টেস্টিং কিট ও ১০ হাজার পিপিই আছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান।
তিনি জানান, সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে মেডিকেল সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়েছে।
Comments