করোনায় প্রাণ গেল সাবেক আফ্রিকান ফুটবলারের

abdulkadir
ছবি: টুইটার

বিশ্বমঞ্চে তার নামডাক ছিল না। তবে আফ্রিকার দেশ সোমালিয়ার জনগণের কাছে আবদুল কাদির মোহামেদ ফারাহ নামটি কিংবদন্তিতুল্য। সাবেক এই ফুটবল তারকা মারা গেছেন বৈশ্বিক মহামারি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ও সোমালিয়া ফুটবল ফেডারেশন (এসএফএফ) সংবাদটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে ফারাহর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনিই প্রথম আফ্রিকান ফুটবল তারকা, যাকে হার মানতে হয়েছে করোনাভাইরাসের কাছে।

গেল মঙ্গলবার ইংল্যান্ডের নর্থওয়েস্ট লন্ডন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফারাহ। এর এক সপ্তাহ আগে তার শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল।

১৯৮০’র দশকে সোমালিয়ার ফুটবল অঙ্গন দাপিয়ে বেড়ানো ফারাহ খেলোয়াড়ি জীবনের ইতি টানার পরও যুক্ত ছিলেন খেলাধুলার সঙ্গেই। মৃত্যুর আগে তিনি দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

6h ago