করোনা আক্রান্ত সন্দেহে রূপপুর থেকে বেলারুশের নাগরিক ঢাকায়

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বেলারুশের এক নাগরিককে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। তিনি যে বাড়িতে থাকতেন, ২২ বিদেশি নাগরিকসহ সেই বাড়ি লকডাউন করা হয়েছে।
রূপপুর পারমাণবিক কেন্দ্র। ছবি: স্টার ফাইল ফটো

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বেলারুশের এক নাগরিককে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। তিনি যে বাড়িতে থাকতেন, ২২ বিদেশি নাগরিকসহ সেই বাড়ি লকডাউন করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এফ এম আসমা খাতুন বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, কোভিড-১৯ এর উপসর্গ থাকায়, বেলারুশের নাগরিককে তা পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ৩৭ বছরের ওই কর্মী কয়েকদিন ধরে গলাব্যথা, কাশি ও জ্বরে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় গিয়েছিলেন।

ডা. আসমা খাতুন বলেন, ‘আমরা ইতিমধ্যে বিষয়টি আইইডিসিআরের সঙ্গে আলোচনা করেছি।’

তিনি জানান, গত রাতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী রুশ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

রূপপুর প্ল্যান্টে কর্মরত ১৭৭ বিদেশি হোম কোয়ারেন্টিনে থাকলেও, সন্দেহভাজন ব্যক্তি এই তালিকায় ছিলেন না বলে জানিয়েছেন ডা. আসমা।

তিনি আরো জানান, বেলারুশের ওই নাগরিক যে বাড়িতে ভাড়া থাকতেন সেটি লকডাউন করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত বাড়িটির কেই বের হতে পারবেন না।

রাশিয়া, বেলারুশ ও অন্যান্য দেশের দুই হাজারের বেশি বিদেশি কর্মী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করছেন। তাদের বেশিরভাগই ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় থাকেন। এদের মধ্যে একশরও বেশি জনের সম্প্রতি বিদেশ ভ্রমণের ইতিহাস আছে।

Comments

The Daily Star  | English

Dhaka-Delhi ties should be based on equity: Prof Yunus

Chief Adviser Prof Muhammad Yunus today said they need to maintain good relations with India but that should be based on equity and fairness

1h ago