করোনাভাইরাস: জার্মানিতে এক সপ্তাহে ৫ লাখ পরীক্ষা
জার্মানিতে এক সপ্তাহে ৫ লাখ মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বার্লিনের চ্যারিট ইউনিভার্সিটি হসপিটালের ভাইরোলজি ইনস্টিটিউটের প্রধান ক্রিশ্চিয়ান ড্রস্টেন।
আজ বৃহস্পতিবার এএফপিকে তিনি বলেন, করোনাভাইরাসে জার্মানিতে মৃত্যুর হার তুলনামূলক কম হওয়ার কারণ, শুরুতেই বিপুল সংখ্যক মানুষকে ল্যাবে পরীক্ষা করা। গত সপ্তাহে প্রায় ৫ লাখ মানুষকে পরীক্ষা করেছি আমরা।
জামার্নিতে ছড়িয়ে থাকা ল্যাবরেটরির বিস্তৃত নেটওয়ার্কের কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
করোনাভাইরাসে আক্রান্তদের স্বাস্থ্যগত তথ্য জানতে হাসপাতাল ও গবেষণাগারের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১৫ কোটি ইউরো বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানির গবেষণা মন্ত্রণালয়। যা একটি ভ্যাকসিন তৈরিতে সহায়ক হবে বলে মনে করেন ড্রস্টেন।
সরকারি তথ্য অনুযায়ী, জার্মানিতে এ পর্যন্ত ৩৬ হাজার ৫০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১৯৮ জন মারা গেছেন। অর্থাৎ করোনায় আক্রান্ত হয়ে জামার্নির মৃত্যুহার শূন্য দশমিক ৫৪ শতাংশ। যেখানে স্পেনের মৃত্যুহার ৭ দশমিক ৩ শতাংশ। স্পেনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৬ হাজার ১৮৮ জন, মারা গেছেন ৪ হাজার ৮৯ জন।
Comments