মাস্ক ব্যবহার না করায় নারায়ণগঞ্জে কান ধরে উঠবস করাল পুলিশ
নারায়ণগঞ্জে মাস্ক ছাড়া সড়কে ঘোরাঘুরি করায় কয়েকজন যুবককে কান ধরে উঠ-বস করিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চাঁদমারী স্বপ্নডানা স্কুলের সামনে এ শাস্তি দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে বিকেল ৪টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় মাস্ক ব্যবহার না করা ও অহেতুক ঘোরাঘুরির কারণে ১০-১২ জনকে কান ধরে উঠ-বস করানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, সরকারিভাবে নির্দেশনা রয়েছে করোনাভাইরাস প্রতিরোধে অতি জরুরী প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘর থেকে বের না হয়। এছাড়া কোথাও যেন সমাগম না করে সেজন্য পুলিশ লিংক রোডে অভিযান চালায়। সেখানে যারা আড্ডা দিচ্ছিল ও মাস্ক ব্যবহার করেনি তাদের নিরুৎসাহীত করতে এ শাস্তি দেয়া হয়। পরে তাদের বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত ২৫ মার্চ সন্ধ্যায় প্রকাশ্যে সড়কে ধূমপান করায় কয়েকজন যুবককে কান ধরে উঠ-বস করায় র্যাব-১১ এর সদস্যরা।
Comments