৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্টস বন্ধ রাখতে বিজিএমইএ-এর অনুরোধ
করোনাভাইরাসের যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার কথা বিবেচনার জন্য এর মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।
দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারী ব্যবসায়ীদের সংগঠনটি ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিজিএমইএ বলেছে, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সঙ্গতি রেখে কারখানা বন্ধ রাখতে মালিকদের বলা হয়েছে।
রুবানা হকের সভাপতিত্বে আজ বিজিএমইএ এর বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয় যে, কোনো কারখানা উৎপাদন চালিয়ে যেতে চাইলে তাদের কর্মীদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, দেশের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, যেন কর্মীদের বেতন দিতে যেন কোনো অসুবিধা না হয়।
Comments