চাঁদপুরে জেলা প্রশাসনের ‘সততা স্টোর’

করোনা মোকাবিলায় চাঁদপুরে নিম্ন আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় ১২টি পণ্য কমদামে পেতে সততা স্টোর খুলেছে জেলা প্রশাসন।
ছবি: স্টার

করোনা মোকাবিলায় চাঁদপুরে নিম্ন আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় ১২টি পণ্য কমদামে পেতে সততা স্টোর খুলেছে জেলা প্রশাসন।

নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজ হাতে পণ্য কিনে নিজ হাতেই টাকা কাউন্টারে রাখছেন ক্রেতারা।

বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলায় এই কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

জেলা প্রশাসক বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে নিম্ন আয়ের মানুষের জন্য চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবন, আটা, চিনি, আলুসহ ১২টি পণ্যের ব্যবস্থা রাখা হয়েছে।

Comments