বাল্যবিয়ের আসরে ২০ হাজার টাকা জরিমানা
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে এক স্কুলশিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বিয়ে করতে আসা বরপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কালুয়াই গ্রামে এ অভিযান পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিনা পাল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে বৃহস্পতিবার সোনাইমুড়ী উপজেলার এক প্রবাসীর সঙ্গে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের দিন ঠিক হয়। খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অপ্রাপ্তবয়স্ককে বিয়ে চেষ্টার অপরাধে বরপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
Comments