ফ্রান্সে ২৪ ঘণ্টায় ৩৬৫ জনের মৃত্যু
মহামারি করোনাভাইরাসে ইউরোপের দেশ ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৩৬৫ জন মারা গেছেন। এটিই দেশটিতে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মানুষ মারা যাওয়ার রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৬ জনে। আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ১৫৫ জন।
আজ শুক্রবার ফ্রান্সের স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ৩৬৫ জন মানুষ মারা গেছেন। এদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরীও ছিল।
দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ হাজার ৬৯৬ জন হাসপাতালে মারা গেছেন। যারা বাড়িতে মারা গেছেন তাদের নাম এ তালিকায় নেই।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২৯ হাজার ১৫৫ জনকে শনাক্ত করা হয়েছে। তবে, বাস্তবে আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, সবার না, শুধু যাদের ঝুঁকি বেশি, তাদেরই পরীক্ষা করা হচ্ছে।’
Comments