করোনাভাইরাস

দেশে আরও ৪ জন আক্রান্ত

করোনাভাইরাসে দেশে আরও ৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে।
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে দেশে আরও চার জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। সর্বমোট নিশ্চিত সংক্রমণের সংখ্যা ৪৮। নতুন আক্রান্তদের মধ্যে ২০-৩০ বছর বয়সী একজন, ৩১-৪০ বছর বয়সী একজন, ৪১-৫০ বছর বয়সী একজন ও ৫১-৬০ বছর বয়সী একজন। চার জনের মধ্যে দুই জন চিকিৎসক রয়েছেন। যারা করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দিয়েছিলেন। এদের মধ্যে দুজন ঢাকার বাইরে এবং দুজন ঢাকার মধ্যে অবস্থান করছেন। দুই জনের মধ্যে দীর্ঘমেয়াদি রোগ বা কো-মরবিডিটি রয়েছে। তবে, চারজনের শারীরিক অবস্থাই স্বাভাবিক রয়েছে। আগে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের অবস্থাও স্বাভাবিক রয়েছে।’

আইইডিসিআর পরিচালক পরামর্শ দিয়ে বলেন, ‘ইতোমধ্যে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলবেন। কাশি শিষ্টাচার অবশ্যই মেনে চলবেন। নিয়মিত সাবান দিয়ে দুই হাত ধোবেন। অপরিষ্কার হাতে নাক, মুখ, চোখ স্পর্শ করবেন না। অবশ্যই সবাই ঘরের ভেতর থাকবেন। যাদের বয়স ষাটোর্ধ্ব অথবা যাদের মধ্যে দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, তারা অবশ্যই অতিরিক্ত শতর্কতা অবলম্বন করে নিজের ঘরের ভেতরে থাকবেন। একদমই ঘর থেকে বের হবে না। এ ছাড়া, হাত মেলানো থেকেও বিরত থাকবেন।’

‘দেশে কয়েকটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ইতোমধ্যে পরীক্ষা শুরু হয়েছে। সেখানে নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া, ঢাকার জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, শিশু হাসপাতাল, এ দুটোতে পরীক্ষা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি রোগীর নমুনা হাসপাতাল থেকেই সংগ্রহ করা হবে’, যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

52m ago