মানিকগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান। আজ শুক্রবার ভোররাতে উপজেলার রায়দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাজারের ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন স্থানীয়রা। পরে সাভার থেকে ফায়ার সার্ভিসের দল গিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ১০টি দোকান পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে।’
Comments