অবশেষে নির্বাচন স্থগিত করল বাফুফে
করোনাভাইরাসের প্রভাবে খেলাধুলাসহ সমস্ত কার্যক্রমই বন্ধ, দেশের ক্রীড়াঙ্গন একেবারে স্থবির। কিন্তু এমন বিরূপ পরিস্থিতিতেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পূর্ব ঘোষিত তারিখে নির্বাচন করতে চেয়েছিল। অনেক সমালোচনার পর অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। ফেডারেশনের আসন্ন নির্বাচন স্থগিত করা হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য।
শুক্রবার বাফুফের কার্যনির্বাহী কমিটি এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। দেশজুড়ে লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় কমিটির সদস্যরা এদিন নিজেদের মতো করে ই-মেইলের মাধ্যমে মতামত প্রদান করেন এবং নির্বাচন স্থগিতের ব্যাপারে একমত হন।
সভায় সব সদস্যই নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারে মত দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাফুফে, ‘করোনাভাইরাস মহামারির কারণে এবং বৈশ্বিক স্বাস্থ্য অবস্থার কথা চিন্তা করে বাফুফে নির্বাচন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারও ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সময়ে গণ জমায়েতও নিষিদ্ধ।’
‘এমন অবস্থায় আগামী ২০ এপ্রিল হতে যাওয়া নির্বাচন স্থগিত করে স্বাভাবিক সময়ের অপেক্ষা করা হবে। (এশিয়ান ফুটবল ফেডারেশন) এএফসি ও (ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা) ফিফাকেও এটি জানানো হবে।’
Comments