টাঙ্গাইলে দরিদ্রদের জন্য ৫৫ টন চাল ও ৯ লাখ টাকা বরাদ্দ
করোনাভাইরাসে প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে টাঙ্গাইল জেলার দরিদ্রদের জন্য ৫৫ টন চাল ও নয় লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ শুক্রবার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আগামীকাল থেকে ১২টি উপজেলায় চাল ও টাকা বিতরণ করা হবে। ইতোমধ্যে প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের কাছে ত্রাণ সমাগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
শহীদুল ইসলাম বলেন, গত কয়েকদিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০০ জনের মধ্যে ২০ টন চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া আজ সকালে ১০০ জন কর্মহীন মানুষের প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু ও এক কেজি করে পেঁয়াজ দেওয়া হয়েছে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়জুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ৫ দশমিক ৫ টন চাল ও নগদ ৭৫ হাজার টাকা পেয়েছেন বলে জানান। তিনি বলেন, শনিবার উপজেলার চার শ দরিদ্র লোকের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হবে। এখন প্যাকেট করা হচ্ছে। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল ছাড়াও আলু, তেল ও সাবান আছে।
Comments