চাঁদপুরে কিশোর আইসোলেশনে, হোম কোয়ারেন্টিনে চিকিৎসকসহ ৩
করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ থাকায় এক কিশোরকে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌনে ১২টায় স্থানীয় দুই যুবক ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের চিকিৎসক ডা. সুজা উদ দৌলা রুবেল বলেন, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিবুল হাসিব ওই কিশোরকে চিকিৎসা দিয়েছেন। যে কারণে তাকে ও দুই ওয়ার্ড বয়কে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়েছে।
চাঁদপুরের জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩১ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। চাঁদপুর পৌরসভার কর্মীরা শহরে জীবানুনাশক ছিটাতে শুরু করেছেন।
Comments