কক্সবাজারে ভারত ফেরত দম্পতি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ভারত ফেরত এক দম্পতিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। আজ শুক্রবার কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দিদারুল ফেরদাউস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারতের তীর্থস্থান ভ্রমণ করে গতকাল বিকালে তারা কক্সবাজারে আসেন। সতর্কতার অংশ হিসেবে তাদের জেলা পরিষদ ডাকবাংলোতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ওই দম্পতির বাড়ি ডেইল ইউনিয়ন পরিষদের কুমিড়া ছড়া গ্রামে। ইউপি চেয়ারম্যান নুরুচছাফার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আনুষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। ডাকবাংলো এলাকায় সাধারণ মানুষের চলাচল সংরক্ষিত করা হয়েছে।
Comments