নিউইয়র্কে করোনায় ১০ বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি হয়ে উঠেছে দেশটিতে করোনভাইরাসের মূল কেন্দ্রস্থল। সেখানে খুব দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং মানুষ আক্রান্ত হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী নিউইয়র্ক সময় শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১০ জন বাংলাদেশি মারা গেছেন। যদিও বাংলাদেশ কমিউনিটি এই সংখ্যা আরও বেশি বলে মনে করছেন। নিউইয়র্ক থেকে সাংবাদিক নিহার সিদ্দিকী ও হাসানুজ্জামান সাকি দ্য ডেইলি স্টার অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিউইয়র্ক থেকে সাংবাদিক নিহার জানান, নিউইয়র্কে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পেয়েছেন তিনি।
সাংবাদিক হাসানুজ্জামান সাকি বলেন, তিনি ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হতে পেরেছেন। এর বাইরে বিচ্ছিন্নভাবে যেসব মৃত্যুর সংবাদ জানা যাচ্ছে, তা নিশ্চিত হওয়া যায়নি। করোনায় আক্রানত হয়ে বাংলাদেশে কমিউনিটির অনেকেই হাসাাতালে চিকিৎসাধীন।
নিউইয়র্কে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৮৬ লাখ। এর মধ্যে সর্শেষ তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ৫১৯ জন।
গত ২৫ মার্চ নিউইয়র্কে ৫ বাংলাদেশির মৃত্যুর তথ্য উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল দ্য ডেইলি স্টার। এখন আরও ৫ জনের মৃত্যুর সংবাদ জানা গেল।
ওই প্রতিবেদনে বলা হয়েছিল, নিউইয়র্কের হাসপাতাল থেকে তথ্য পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। সেই অবস্থা আরও কঠিন হয়েছে। করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে কর্তৃপক্ষ কোন রোগীর কাছের আত্মীয় পরিজনকেও হাসপাতালে প্রবেশের অনুমতি দিচ্ছে না। সম্পূর্ণ দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ পালন করছে।
Comments