করোনা মোকাবিলায় এডিবির ৩ লাখ ডলার সহায়তা
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম কিনতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তিন লাখ ডলার জরুরি অনুদান সহায়তা অনুমোদন করেছে।
আজ শনিবার এডিবি এক বিবৃতিতে বলেছে, এই জরুরি সহায়তায় সরকার বিভিন্ন সুরক্ষা সামগ্রী কিনতে পারবে। যার মধ্যে রয়েছে বিশেষ সুরক্ষা পোশাক, মাস্ক, চশমা ইত্যাদি।
বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, এটা একেবারেই প্রাথমিক সহায়তা। আরও সহায়তা দিতে এডিবি নিরলসভাবে কাজ করছে। করোনাভাইরাস মোকাবিলায় এডিবি সরকারের পাশেই রয়েছে।
গত মার্চ ২১ অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মনমোহন প্রকাশ বলেছিলেন, কোভিড-১৯ সংক্রমণ রোধে এডিবিকে সহায়তা দিতে অনুরোধ করেছিল বাংলাদেশ সরকার। দীর্ঘ মেয়াদি উন্নয়ন সহযোগী হওয়ায় এডিবি বাংলাদেশের কঠিন পরিস্থিতিতে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে অর্থায়নের পদ্ধতি এবং অন্যান্য বিষয়গুলো দ্রুত অনুসন্ধানের প্রক্রিয়া শুরু করেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে বিষয়টিকে মহামারি হিসেবে আখ্যায়িত করেছে। অংশীদার দেশগুলো যেন এই পরিস্থিতি মোকাবিলা করতে পারে সে জন্য এডিবি সম্প্রতি অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগেও বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে এডিবি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।
Comments