‘মেসিকে বার্সেলোনা ছাড়ার পরামর্শ দেওয়া স্রেফ বোকামি’
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো বেশ কয়েকটি ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়েছেন। ভিন্ন ভিন্ন দলে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, সাফল্য পেয়েছেন। অন্যদিকে, সময়ের আরেক সেরা খেলোয়াড় লিওনেল মেসি ক্যারিয়ারের শুরু থেকেই খেলছেন স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনার হয়ে। তাই অনেক ফুটবলভক্ত ও বিশেষজ্ঞই প্রশ্ন তোলেন, ন্যু ক্যাম্প ছেড়ে অন্য কোথাও গেলে আর্জেন্টাইন তারকা কি একইরকম সফলতা উপভোগ করতে পারবেন?
রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসির সামর্থ্য নিয়ে যারা সংশয় প্রকাশ করেন, তাদের অবশ্য একহাত নিয়েছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারেগার। তার মতে, নিজেকে সেরা প্রমাণ করতে পর্তুগিজ তারকা রোনালদোর পথ অনুসরণ করে অন্য কোনো লিগের অন্য কোনো ক্লাবে যাওয়ার প্রয়োজন নেই বার্সা অধিনায়কের। বরং যারা এমন পরামর্শ মেসিকে প্রদান করে, তারা বোকার স্বর্গে বাস করছে বলেও উল্লেখ করেছেন ক্যারেগার।
সম্প্রতি ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘কটঅফসাইড’কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারেগার বলেছেন, ‘এটা (মেসিকে বার্সা ছাড়তে বলা) বোকামি, এটা পুরোপুরি বোকামি। সে সেরা একটি ক্লাবে আছে, সে সেখানে সেরা খেলোয়াড় এবং সে গোটা ইউরোপের সেরা খেলোয়াড়।’
৩৫ বছর বয়সী রোনালদো বর্তমানে খেলছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। এর আগে নিজ দেশ পর্তুগালে স্পোর্টিং, ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পেনে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপিয়েছেন তিনি। আর ৩৩ ছুঁইছুঁই মেসি বার্সেলোনার একাডেমিতে বেড়ে উঠে ২০০৪ সাল থেকে মূল দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। তবে রোনালদোর ক্লাব পাল্টানো প্রসঙ্গে ক্যারেগারের মত, ‘আমি জানি কেন রোনালদো ক্লাব বদলায়। কারণ সে জানে, তাকে সবসময় এমন একজন হিসেবে ভাবা হয়, যে কি-না মেসির চেয়ে সামান্য পিছিয়ে আছে। তাই আমি মনে করি, রোনালদো খুব চালাক।’
ক্যারেগার নিজেও ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়ে দিয়েছেন এক ক্লাবে। ২০১৩ সালে ফুটবলকে বিদায় জানানোর আগে একটানা ১৭ বছর খেলেছেন লিভারপুলের হয়ে। ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত একই ক্লাবে খেলা বেশ কয়েকজন কিংবদন্তি ফুটবলারের নাম উল্লেখ করে তিনি বলেছেন, ক্লাব পরিবর্তনের সঙ্গে সেরা হওয়ার কোনো সম্পর্ক নেই, ‘ফ্রাঙ্কো বারেসি এবং পাওলো মালদিনি এসি মিলান ছাড়েননি বলে আমি কখনোই এটা ভাবি না যে, তারা সেরা ডিফেন্ডার ছিলেন না। তাই মেসির বার্সেলোনা না ছাড়া নিয়ে আমার যে ভাবনা, তা পরিবর্তন হবে না। আর সে বার্সেলোনা ছাড়তে যাবেই বা কেন?’
Comments