বিনয়, ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে কাজ করুন: আইজিপি
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনের সময় জনসাধারণের সঙ্গে সহনশীল, বিনীত ও পেশাদার আচরণ করতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাভেদ পাটোয়ারী।
গতকাল শুক্রবার এক বার্তায় তিনি জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সেবায় নিয়োজিত যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন অধস্তনদের।
বার্তায় তিনি আরও বলেন, ‘ওষুধ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, খাদ্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোন সেবার মতো জরুরি সেবার সঙ্গে জড়িত ব্যক্তি ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করুন।’
Comments