করোনা আতঙ্কে গ্রামবাসীর উদ্যোগে লকডাউন
দেশে করোনাভাইরাসের আতঙ্কে চট্টগ্রামের হাটহাজারিতে কয়েকটি গ্রামে ঢোকার পথ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার মাঝে গর্ত খুড়ে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বেড়ার উপরে সর্তকবার্তাও টানানো হয়েছে।
হাটহাজারির চিকোন্ডি ইউনিয়ন, রঙিপাড়া গ্রাম ও রেল স্টেশন এলাকাসহ অন্তত সাতটি পয়েন্টে এ ধরনের ব্যারিকেড দেখা গেছে।
স্থানীয় প্রশাসন জানায়, ইতোমধ্যে বেশ কয়েকটি পয়েন্টের ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে।
হাটহাজারির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমীন বলেন, ‘বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা করোনাভাইরাস থেকে বাঁচতে রাস্তায় মাঝখানে গর্ত খুড়ে বাঁশের বেড়া দিয়ে দেয়াল তুলেছেন। আমরা তাদেরকে এই কাজ না করার অনুরোধ জানিয়েছি। কারণ, এতে করে কোনো জরুরি পরিস্থিতিতেও মানুষ চলাচল করতে পারবে না।’
ইউএনও আরও বলেন, ‘এর পরিবর্তে মানুষকে সচেতন করা উচিত। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, বাইরে বের না হয়ে বাড়িতে থাকেন সে ব্যাপারে আমরা উৎসাহ দিচ্ছি।’
Comments