করোনার উপসর্গ থাকায় সিলেটে দুজন আইসোলেশনে
জ্বর-সর্দি-কাশি থাকায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে দুজনকে।
গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে সিলেটে নিজ বাড়িতে ফিরছিলেন এক শিক্ষার্থী। এ সময় তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় সরাসারি হাসপাতালে যান তিনি। বর্তমানে তাকে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ওই শিক্ষার্থী সাম্প্রতি কয়েকজন ইউরোপ প্রবাসীর সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে।
এছাড়া, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার লক্ষণ নিয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা। পরে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য জানান।
তিনি বলেন, দুজনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হবে।
গত বৃহস্পতিবার বিমানবন্দর থেকে আইসোলেশনে নেওয়া মৌলভীবাজারের লন্ডন ফেরত ব্যক্তির করোনাভাইরাস নেই বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ-নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
ডা. সুশান্ত জানান, লন্ডন ফেরত ওই ব্যক্তি করোনা আক্রান্ত নয় বলে আইইডিসিআর থেকে ফোনে জানানো হয়েছে এবং রিপোর্ট ইমেইলে পাঠানো হচ্ছে।
তিনি সুস্থ থাকায় তাকে ছাড়পত্র দেয়া হবে বলেও জানান তিনি।
Comments