মানিকগঞ্জে জীবাণুনাশক ছিটাচ্ছে পৌর কর্তৃপক্ষ
মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটাচ্ছে পৌর কর্তৃপক্ষ।
আজ শনিবার বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।
তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে পৌরসভার গুরত্বপূর্ণ স্থানে জীবাণু মিশ্রিত ওষুধ নিয়ে শহরের বিভিন্ন স্থানে ছিটানো হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পৌরকর্তৃপক্ষ প্রস্তুত আছে।
এ সময় পৌরসভার পানি সরবরাহ শাখার নির্বাহী প্রকৌশলী জাকারিয়া লিটন এবং ওই শাখার কর্মকর্তা কর্মচারীরাও তার সঙ্গে ছিলেন।
Comments