ভারতে ট্রেনের বগিতে তৈরি হচ্ছে আইসোলেশন ওয়ার্ড

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ভারতে ট্রেনের বগিতে তৈরি হচ্ছে আইসোলেশন ওয়ার্ড। দেশটির রেল মন্ত্রণালয় বলেছে, অন্তত ৩০টি ট্রেনের বগিতে তারা আইসোলেশন ওয়ার্ড তৈরি করছে।

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ভারতে ট্রেনের বগিতে তৈরি হচ্ছে আইসোলেশন ওয়ার্ড। দেশটির রেল মন্ত্রণালয় বলেছে, অন্তত ৩০টি ট্রেনের বগিতে তারা আইসোলেশন ওয়ার্ড তৈরি করছে।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানায়, আইসোলেশন ইউনিটের জন্য তারা নন এসি ট্রেন ব্যবহার করছে। এ কামরাগুলোতে ১০টি করে কেবিন আছে। প্রত্যেক কেবিনের সঙ্গে রয়েছে একটি করে বার্থ। প্রতিটি কামরায় একাধিক শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেবিনে এক জন করে রোগী থাকবেন।

রেল সূত্রে এএনআই জানায়, চিকিৎসকরা যাতে নির্বিঘ্নে সেবা দিতে পারেন সেজন্য বগির ভেতরে অবকাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি বার্থ ভারী পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

ভারতে করোনা মহামারিতে চলছে ২১ দিনের লকডাউন, বন্ধ রয়েছে সব ধরনের ট্রেন ও যাত্রীবাহী পরিবহন।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯৩৩, মারা গেছেন ২০ জন।

Comments

The Daily Star  | English

Labour bill sent to freezer

In an almost unheard-of move, President Mohammed Shahabuddin has sent a bill back to parliament for reconsideration and the bill is the newly amended labour law.

1h ago