দুই মাস লকডাউনের পর আংশিকভাবে খুলল উহান
টানা দুই মাস লকডাউনের পর আংশিকভাবে খুলে দেওয়া হলো করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহান শহর। শনিবার উহান রেল স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
বিবিসি জানায়, উহানে প্রবেশে অনুমতি থাকলেও কাউকে শহর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
জানুয়ারির মাঝামাঝি সময় থেকে উহানের ১ কোটি ১০ লাখ বাসিন্দা লকডাউন ছিলেন।
গত চার মাসে হুবেই প্রদেশের রাজধানী উহানে ৫০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন প্রায় ৩ হাজার মানুষ।
চীনের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা চলতি মাসে ব্যাপক হারে কমেছে। চীনে সামাজিক সংক্রমণ শূন্যে নেমে আসলেও গত ২৪ ঘণ্টায় বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে করোনা আক্রান্ত ৫৪ জনকে শনাক্ত করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে বিদেশি যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। প্রতি সপ্তাহে কেবল একটি যাত্রীবাহী ফ্লাইট দেশে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। তবে, কোনোভাবেই ওই ফ্লাইটে ৭৫ শতাংশের বেশি যাত্রী বহন করা যাবে না বলে জানান তারা।
চীনে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮১ হাজার ৩৯৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিন হাজার ২৯৫ জন।
Comments