কারখানা বন্ধের দাবিতে ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ
কারখানা বন্ধের দাবিতে ঈশ্বরদী ইপিজেডের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে ছুটির দাবিতে তারা কাজ বন্ধ রেখে এই দাবি জানান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী জানান, বেলা তিনটার দিকে স্টেলা হেয়ার প্রোডাক্টস লিমিটেড (ইউনিট -১) এ বিক্ষুব্ধ শ্রমিকরা ছুটির দাবিতে কারখানা ও ইপিজেড অফিস ঘেরাও করে। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটির ঘোষণা দেয়।
করোনাভাইরাসের বিস্তার রোধে দেশব্যাপী সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ১০ দিন বন্ধ রাখার ঘোষণা আসার পর এই ইপিজেডের বেশিরভাগ প্রতিষ্ঠানই শ্রমিকদের ছুটি দিয়েছে। তবে, স্টেলা হেয়ার প্রোডাক্টস সহ কয়েকটি কারখানা এখনও চালু আছে বলে শ্রমিকদের অভিযোগ।
ঈশ্বরদী ইপিজেডে পাবনা, কুষ্টিয়া ও নাটোর থেকে শ্রমিকেরা কারখানায় আসেন। দেশব্যাপী যান চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা বিপাকে পড়েছেন। সেই সঙ্গে নিরাপত্তার বিষয়টি তাদেরকে বেশি ভোগাচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে জানান কয়েকজন বিক্ষোভকারী।
যোগাযোগ করা হলে ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপক মো. আবদুল আলিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটি বড় সমস্যা নয়। কারখানা কর্তৃপক্ষ এর মধ্যেই শ্রমিকদের ছুটি দিয়েছে।’
ঈশ্বরদী ইপিজেডে চালু থাকা কারখানাগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ইপিজেড কর্তৃপক্ষের এ বিষয়ে কিছু করার নেই। আমরা এ বিষয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। তাদের অনুমতি ছাড়া আমরা ইপিজেড বন্ধ করতে পারি না।’
Comments