বিয়ের খরচ বাঁচিয়ে করোনা তহবিলে দিলেন ৫০ হাজার টাকা

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের নব দম্পতি একটি করোনা তহবিলে ৫০,০০০ টাকা অনুদান দিয়েছেন। করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় ওই টাকা অনুদান দেন তারা।
কক্সবাজারের করোনা তহবিলে অনুদান দেওয়া নব দম্পতি। ছবি: মোস্তফা ইউসুফ

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের নব দম্পতি একটি করোনা তহবিলে ৫০,০০০ টাকা অনুদান দিয়েছেন। করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় ওই টাকা অনুদান দেন তারা।

বর হেলাল উদ্দিন দ্যা ডেইলি স্টারকে বলেন, ‘১২০০ অতিথিকে দাওয়াত দেয়া হয়েছিল আমাদের বিয়েতে। এছাড়া সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু, সেই খরচের অর্থ আমরা দান করে দিয়েছি।’

কক্সবাজারে সুশীল সমাজ ও অন্যান্য পেশাজীবীদের নিয়ে গঠন করা হয়েছে করোনায় কর্মহীনদের সহায়তা কর্মসূচি তহবিল। এর অন্যতম উদ্যোক্তা ইমরুল কায়েস দ্যা ডেইলি স্টারকে বলেন, ‘নবদম্পতির কাছ থেকে তারা ৫০,০০০ টাকা অনুদান পেয়েছেন। এটা খুবই উৎসাহব্যঞ্জক একটি ঘটনা।

প্রতিদিন ১০০ পরিবারকে সহায়তার লক্ষ্যে সমাজের বিভিন্ন স্তর থেকে অনুদান সংগ্রহ করছেন তারা। নবদম্পতির এ সহযোগিতার তাদের কাজকে আরও গতিশীল করবে বলে জানান তিনি।

 

 

 

 

Comments

The Daily Star  | English

Metro rail services on Agargaon-Motijheel route suspended

However, train movement from Uttara North to Agargaon section is normal

11m ago