নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, নিজের অভিজ্ঞতা জানালেন দিবালা
করোনাভাইরাসে আক্রান্ত পাওলো দিবালা সুস্থ হয়ে উঠেছেন। শুরু করেছেন অনুশীলনও। কিন্তু প্রাণঘাতী মহামারিতে আক্রান্ত হওয়ার পর তার অভিজ্ঞতা কেমন ছিল? জুভেন্টাস টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেই ভয়ঙ্কর সময়ের কথা জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
শনিবার ২৬ বছর বয়সী জুভেন্টাস তারকা বলেছেন, আক্রান্ত হওয়ার পর নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল তার, ‘আমার উপসর্গগুলো খুব জোরালো ছিল। কিন্তু আজ আমি বেশ ভালো অনুভব করছি। এখন আমি চলাফেরা করতে এবং হাঁটতে পারি। আমি অনুশীলনের চেষ্টাও করছি।’
‘কয়েকদিন আগে আমি যখন এসব করার চেষ্টা করতাম, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হতো। পাঁচ মিনিট চলাফেরা করার পরই আমাকে থামতে হতো। পেশিগুলো ব্যথা করত।’
ইতালিয়ান সিরি আ’র সফলতম ক্লাব জুভেন্টাসের তৃতীয় ফুটবলার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দিবালা। দলটির আরও দুই খেলোয়াড় কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। তারা হলেন ইতালির ডিফেন্ডার দানিয়েল রুগানি ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ব্লেইস মাতুইদি।
পুরো বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আঘাত হেনেছে ইতালিতে। এখন পর্যন্ত, দেশটির ৮৬ হাজারের বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৯ হাজার ১৩৪ জন।
Comments