গত ২৪ ঘণ্টায় নতুন কেউ শনাক্ত হয়নি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন কেউ শনাক্ত হয়নি। এ ছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ জন।
আজ রোববার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমরা ১০৯টি নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে কারোর দেহেই করোনার সংক্রমণ পাওয়া যায়নি। তার মানে সর্বমোট সংক্রমিত রোগীর সংখ্যা ৪৮। ইতোমধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’
আইইডিসিআরের অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা বিভিন্ন হাসপাতালে তিন লাখ পিস পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করেছি। প্রত্যেকদিন ২০-৩০ হাজার পিপিই পাচ্ছি। আমদানির জন্য অর্ডার দেওয়া আছে। এপ্রিলের মধ্যে পর্যায়ক্রমে সবগুলো চলে আসবে। পাঁচ লাখ পিস অর্ডার দেওয়া আছে।’
তিনি বলেন, ‘গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে যুক্ত হয়েছিলাম। তারা কিছু নির্দেশনা দিয়েছে। সেসময় আরও ১০টি দেশ ছিল। তারা সন্তুষ্টি জানিয়েছে। জাতিসংঘও সন্তুষ্টি জানিয়েছে।’
‘ইতোমধ্যে আরও প্রায় ২৫০ ভেন্টিলেটর ইতোমধ্যে আমাদের হাতে চলে এসেছে। সেগুলো বিভিন্ন হাসপাতালে স্থাপন করা হচ্ছে। এ ছাড়া, ইমপোর্টে আছে আরও সাড়ে তিন শ। অনেক বড় দেশেও এতগুলো ভেন্টিলেটর থাকে না। আমরা অনেক আগে প্রস্তুতি নিয়েছি বিধায় বাংলাদেশ ভালো আছে। ইউরোপ, আমেরিকার অবস্থা কেমন, সে বিষয়ে আপনারা জানেন’, যোগ করেন তিনি।
পিপিই’র সুষম বণ্টন বিষয়ে তিনি বলেন, ‘আমরা পিপিই ক্রয় করছি এবং একটা নীতিমালা তৈরি করে দিয়েছি, আমাদের হাসপাতালগুলোতে কীভঅবে পিপিই বিতরণ হবে। সব হাসপাতালে তো একইরকম প্রয়োজন না। আমরা পিপিই শুধু আমাদের হাসপাতালগুলোতে দিয়ে থাকি। আমাদের অন্যান্য সংস্থাকে পিপিই দেওয়া কোনো দায়িত্ব নয়। পিপিই অন্যান্য সংস্থারা নিজেরাই ক্রয় করে ব্যবহার করবে। এখন অনেক কোম্পানিই পিপিই তৈরি করছে এবং বিতরণ করছে।’
‘আমি শুনেছি বেসরকারি হাসপাতালে পিপিই সেভাবে দেওয়া হয়নি। আমি বেসরকারি হাসপাতালের অ্যাসোসিয়েশন, মালিকদের বলবো, আপনারা শিগগির পিপিইর ব্যবস্থা করেন। করে আপনাদের চিকিৎসক, নার্সদের পিপিই দেন। যাতে তারা সঠিক সেবা দিতে পারে’, যোগ করেন তিনি।
Comments