যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রথম শিশুর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত এক বছরের কম বয়সী এক শিশু মারা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনশূন্য নিউইয়র্কের ম্যানহাটন। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত এক বছরের কম বয়সী এক শিশু মারা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ।

আজ রোববার দ্য গার্ডিয়ানে প্রকাশিত খবরে বলা হয়, ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিজকার জানিয়েছেন, শিশুর বয়স এক বছরেরও কম ছিল। তার অন্য কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল কি না তা জানতে তদন্ত চলছে।

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা একেবারেই বিরল।

ইলিনয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের পরিচালক ডাঃ এনগোজি ইজিকে বলেন, ‘শিশু মৃত্যুর কারণ জানতে পূর্ণ তদন্ত চলছে। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমাদের সর্বোচ্চটা দিতে হবে। নিজেদের জন্য না হলেও, চারপাশের মানুষের জন্য করতে হবে।’

করোনাভাইরাস সংক্রমণে সংখ্যার দিক থেকে চীন ও ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। জন হপকিন্স করোনাভাইরাস রিসার্স সেন্টারের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে এক লাখ ২৪ হাজার ৬৬৫ জন।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

17m ago