খেলা

করোনা: ৯ কোটি ইউরো বেতন কাটার প্রস্তাবে রোনালদোদের সম্মতি

করোনাভাইরাসের হানায় খেলা বন্ধ থাকায় ফুটবল ক্লাবগুলোর আয়ে পড়েছে নেতিবাচক প্রভাব। আর্থিক ক্ষতির ধাক্কা পুষিয়ে নিতে তাই অনেক দলই কোচ, খেলোয়াড় ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। সেই পথেই হেঁটেছে ইতালিয়ান সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ক্লাব কর্তৃপক্ষের ৯ কোটি ইউরো বেতন কম নেওয়ার প্রস্তাবে এরই মধ্যে সম্মতিও দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদোরা।
ছবি: এএফপি

করোনাভাইরাসের হানায় খেলা বন্ধ থাকায় ফুটবল ক্লাবগুলোর আয়ে পড়েছে নেতিবাচক প্রভাব। আর্থিক ক্ষতির ধাক্কা পুষিয়ে নিতে তাই অনেক দলই কোচ, খেলোয়াড় ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। সেই পথেই হেঁটেছে ইতালিয়ান সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ক্লাব কর্তৃপক্ষের ৯ কোটি ইউরো বেতন কম নেওয়ার প্রস্তাবে এরই মধ্যে সম্মতিও দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদোরা।

শনিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জুভেন্টাস জানিয়েছে, বেতন কাটার প্রস্তাবে ক্লাবের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মূল স্কোয়াডের কোচ মাউরিজিও সারি ও সকল খেলোয়াড়। এতে ২০১৯-২০ অর্থ-বছরের মোট ব্যয়ের ৯ কোটি ইউরো বেঁচে যাবে তুরিনের বুড়ি খ্যাত দলটির, যা কোচ ও খেলোয়াড়দের চলতি বছরের মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের বেতনের সমান।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন সূচিতে চলতি মৌসুমের ম্যাচগুলো আবার মাঠে গড়ালে আয়-ব্যয়ের হিসাব-নিকাশ মিলিয়ে পরবর্তীতে কোচ ও খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে।

এর আগে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে দুই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। বেতনের ২০ শতাংশ কম নেওয়ার প্রস্তাবে রাজি হয়েছেন তাদের খেলোয়াড়রা। স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনাও খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে বেতন কমানো নিয়ে আলোচনা করছে। তবে দেশটির গণমাধ্যম জানিয়েছে, ৭০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্তে আপত্তি তুলেছেন ফুটবলাররা। বার্সার পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এখনও।

Comments

The Daily Star  | English

US vetoes Security Council demand for Gaza ceasefire

13 Security Council members voted in favor of a brief draft resolution, put forward by the UAE, while Britain abstained

4h ago