সুবর্ণচরে ৪ বাড়ি লকডাউন

ছবি গুগল ম্যাপ থেকে নেওয়া।

করোনা ভাইরাস সন্দেহে নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নে এক অটোরিকশা চালকের বাড়িসহ আশে-পাশের মোট চারটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। এসব বাড়ির সবাই এখন হোমকোয়ারেন্টাইনে আছেন।

আজ রোববার দুপুরে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম ইবনুল হাসান ওই চার বাড়ী লকডাউনের ঘোষণা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম ইবনুল হাসান জানান, ওই অটোরিকশাচালক কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। আজ দুপুরে তার বাড়িতে গিয়ে উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় বাড়িটি লাল পতাকা দিয়ে চিহিৃত করা হয়েছে। এছাড়া আশে-পাশের মানুষকে সর্তক করতে আরও তিন বাড়িসহ চারটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিকুল হাসান জানান, প্রায় ছয়দিন যাবত তিনি সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। এলাকাবাসীর দেওয়া তথ্যে ভিত্তিতে রোববার দুপুরে উপজেলা ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা তার বাড়ীতে যান। প্রশাসন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আজ বিকেলে জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ) চট্টগ্রামে পাঠিয়েছে। তিন দিন পর নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে তিনি করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাবে। 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

10h ago