রাত ১০টা থেকে চলবে চট্টগ্রাম-ঢাকা কনটেইনারবাহী ট্রেন
প্রায় ৩০ ঘণ্টা বন্ধ থাকার পরে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) আমদানি করা পণ্যবাহী কনটেইনার বহনকারী ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) সাদেকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা আইসিডি কর্তৃপক্ষের অনুরোধের এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রাত ১০ টায় চট্টগ্রাম বন্দর থেকে একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রসঙ্গত, গতকাল বিকেল ৩টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারবাহী একটি ট্রেন আইসিডির উদ্দেশ্যে বন্দর ছেড়ে যায়। এরপরও থেকে কনটেরবাহী ট্রেন চলাচল স্থগিত রাখে কর্তৃপক্ষ।
Comments