মানিকগঞ্জে মাস্ক বিতরণ করল ছাত্রদল নেতাকর্মীরা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানিকগঞ্জ জেলা শহরের বিভিন্ন জায়গায় পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ সোমবার সকালে জেলা শহরের বান্দুটিয়া, শাইলিপাড়া, কান্দাপৌলী, পৌলী বাজার এলাকায় ঘুরে ঘুরে মাস্ক বিতরণের পাশাপাশি জীবাণুনাশক ওষুধ ছিটান তারা।
জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম খান সজিব বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করা হবে।
এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল ভূঁইয়া ও শরিফুল ইসলাম পাখি, শহীদ জিয়া ছাত্র পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাসার ভূঁইয়াসহ জেলা ছাত্রদল, সরকারি দেবেন্দ্র কলেজ ও নগর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments