করোনা: এবার নারী ক্রিকেটারদের জন্য বিসিবির আর্থিক সহায়তা

করোনাভাইরাসের কারণে থমকে আছে দেশের ক্রিকেট। এই সংকট শেষ হয়ে কবে মাঠে ফিরবে খেলা, তা নিয়ে সংশয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনও। পুরুষ ক্রিকেটারদের মতো তাই নারীদেরও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার তীব্র শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে বোর্ড, ঘোষণা দিয়েছে আর্থিক সহায়তার।
BCB logo

করোনাভাইরাসের কারণে থমকে আছে দেশের ক্রিকেট। এই সংকট শেষ হয়ে কবে মাঠে ফিরবে খেলা, তা নিয়ে সংশয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনও। পুরুষ ক্রিকেটারদের মতো তাই নারীদেরও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার তীব্র শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে বোর্ড, ঘোষণা দিয়েছে আর্থিক সহায়তার।

যে নারী ক্রিকেটাররা ২০১৮-১৯ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলেছিলেন ও ২০১৯-২০ মৌসুমে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন, তাদেরকে এককালীন ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সোমবার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আর্থিক সাহায্যের বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এমন উদ্যোগের পেছনের কারণ জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল বলেছেন, ‘পুরুষদের মতো নারী ক্রিকেটারদের অধিকাংশের আয়ের মূল উৎস ঘরোয়া ক্রিকেট। তা ছাড়া চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে নির্ধারিত সূচি অনুসারে নারী খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাধ্য হয়েই তাদের ঘরে বসে থাকতে হচ্ছে এবং আমাদের সমর্থন তাদের প্রয়োজন।’

এর আগে গত শনিবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণির চুক্তির বাইরে থাকা পুরুষ ক্রিকেটারদের যারা এবারের ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোতে আছেন, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা এসেছে। উভয় ধরনের চুক্তির বাইরে থাকা মোট ১১৮ জন ক্রিকেটার এবার খেলছেন প্রিমিয়ার লিগে। তাদের প্রত্যেকে তাই পাচ্ছেন এককালীন ৩০ হাজার টাকা করে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধ করে দিয়েছে বিসিবি। গতকাল রোববার রোববার দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপে বোর্ড প্রধান নাজমুল বলেছেন, খেলা আবার কবে শুরু করা যাবে তা নিয়ে ভাবার অবস্থাও দেখছেন না তিনি, ‘আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। আমরা জানি না কবে, কখন, কীভাবে এটি শেষ হবে। আমার মনে হয়, আগামী এপ্রিলের পর মে মাসে হয়তো সুযোগ আসবে এটা নিয়ে কথা বলার। তার আগে খেলা নিয়ে কথা বলার কোনো সুযোগই দেখছি না।’

Comments

The Daily Star  | English
Donald Lu to visit Dhaka

US delegation’s visit: Dhaka, Washington to have ‘multi-dimensional’ talk

US Assistant Secretary Donald Lu, who is now visiting New Delhi, will travel to Bangladesh as part of the delegation

47m ago