রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪

রংপুরের পীরগাছা উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার অন্নদানগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের রেল ক্রসিংয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক হামিদুল ইসলাম দুখু (৩৪) ও যাত্রী নুরুন্নাহার বেগমের (২৫) মৃত্যু হয়। বাকি চার যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমি (২১) ও মোস্তাফিজুর রহমান (৪২) নামে আরও দুই জনের মৃত্যু হয়।
অন্নদানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments