রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪

train accident
প্রতীকী ছবি | স্টার অনলাইন গ্রাফিক্স

রংপুরের পীরগাছা উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার অন্নদানগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের রেল ক্রসিংয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক হামিদুল ইসলাম দুখু (৩৪) ও যাত্রী নুরুন্নাহার বেগমের (২৫) মৃত্যু হয়। বাকি চার যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমি (২১) ও মোস্তাফিজুর রহমান (৪২) নামে আরও দুই জনের মৃত্যু হয়।

অন্নদানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

38m ago