চট্টগ্রামে ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

চট্টগ্রামের সদরঘাট থানা এলাকার বরফ কারখানার একটি ডাস্টবিন থেকে নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ছবি গুগল ম্যাপ থেকে নেওয়া।

চট্টগ্রামের সদরঘাট থানা এলাকার বরফ কারখানার একটি ডাস্টবিন থেকে নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার ওই নবজাতককে উদ্ধার করে সদরঘাট থানা পুলিশ।

প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা এখন স্থিতিশীল এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) চাইল্ড কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকাল ১১টার দিতে ওই ডাস্টবিন থেকে নবজাতকের কান্নার আওয়াজ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে ডাস্টবিন থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেনন হাসপাতালে নিয়ে যায়।’

তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিএমসিএইচে রেফার করেন।

নবজাতকটিকে কারা ফেলে গেছে এবং তারা বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।  

Comments

The Daily Star  | English
Tofazzal beaten to death at DU

Man beaten to death in DU hall

He was suspected to have stolen students' mobile phones

2h ago