ফোন পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ
করোনাভাইরাসের কারণে যান চলাচল বন্ধ থাকায় চট্টগ্রামে এক অন্তঃসত্ত্বা নারী ও তার মাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা পুলিশ।
গতকাল রাত ১২টার দিকে বাকলিয়ার ওই অন্তঃসত্ত্বা নারীর বৃদ্ধ মায়ের ডাকে সাড়া তাকে হাসপাতালে পৌঁছে দেয় তারা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামউদ্দিন জানান, রাতে কোনো ধরনের যানবাহন না পেয়ে রসুলবাগ আবাসিক এলাকা থেকে থানায় ফোন করেন অন্তঃসত্ত্বা নারীর মা। ফোনে তিনি মেয়েকে হাসপাতালে পৌঁছে দিতে পুলিশের সাহায্য চান।
তিনি আরও বলেন, ফোন করার কিছুক্ষণে মধ্যেই পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছে যায় এবং অন্তঃসত্ত্বা নারী ও তার মাকে পুলিশ ভ্যানে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়।
Comments