করোনা আক্রান্তদের চিকিৎসায় দেশেই ভেন্টিলেটর তৈরির উদ্যোগ

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় দেশেই ভেন্টিলেটর উৎপাদনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, বিশ্বখ্যাত মেডিকেল যন্ত্র প্রস্তুতকারী কোম্পানি মেডট্রনিকের সহায়তায় দেশের প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ভেন্টিলেটর তৈরিতে এগিয়ে এসেছে।

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় দেশেই ভেন্টিলেটর উৎপাদনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, বিশ্বখ্যাত মেডিকেল যন্ত্র প্রস্তুতকারী কোম্পানি মেডট্রনিকের সহায়তায় দেশের প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ভেন্টিলেটর তৈরিতে এগিয়ে এসেছে।

আজ এক অনলাইন সংবাদ সম্মেলনে পলক বলেন, স্বল্পতম সময়ের মধ্যে দেশে ভেন্টিলেটর উৎপাদন হবে। এ ব্যাপারে আমরা ভীষণভাবে আশাবাদী।

শ্বাসজনিত সমস্যায় আক্রান্তদের চিকিৎসায় ভেন্টিলেটরের সাহাজ্যের প্রয়োজন পড়ে। কোভিড-১৯ আক্রান্তদের জন্যও ভেন্টিলেটরের প্রয়োজন পড়ায় বিশ্বজুড়ে এর চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। বাংলাদেশও জরুরিভিত্তিতে ভেন্টিলেটর আমদানির চেষ্টা চালাচ্ছে।

Comments

The Daily Star  | English

Metro rail launches Friday operations

Trains will leave Uttara North Station for Motijheel between 3:30pm and 9:00pm every Friday

36m ago