সেরে উঠেছেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার চার্লস
করোনাভাইরাস সংক্রমিত ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ চার্লস সেলফ আইসোলেশনে সেরে উঠেছেন।
আজ সোমবার তার মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সাত দিন সঙ্গ নিরোধের পর তিনি এখন সুস্থ।
রাজ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শক্রমে তিনি সেলফ আইসোলেশন থেকে বেরিয়ে এসেছেন। সরকারি ও মেডিকেল নির্দেশনা অনুযায়ী তিনি এখন মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন।
তার স্ত্রী কামিলার করোনাভাইরাস শনাক্ত না হলেও, তিনি সেলফ আইসোলেশনে আছেন। ইতিমধ্যে তার কিছু উপসর্গ দেখা দিয়েছে। এই সপ্তাহের শেষ পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।
গত সপ্তাহে জানানো হয়েছিল, ৭১ বছর বয়সী যুবরাজ চার্লসের করোনাভাইরাসের লক্ষণ থাকায় তার টেস্ট করা হয়। করোনাভাইরাস শনাক্ত হওয়ায়, তিনি স্কটল্যান্ডে সেলফ আইসোলেশনে যান। সেখান থেকেই তিনি তার কাজকর্ম সম্পাদন করেন। এর কিছুদিন আগেই তিনি রাণীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
এদিকে, বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ সুস্থ আছেন।
Comments