ভারতে লকডাউন: আটকাপড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে কাজ চলছে
ভারতে ২১ দিনের লকডাউনে যেসব বাংলাদেশি আটকা পড়েছেন তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে কাজ চলছে বলে জানিয়েছে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস।
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গত ২৪ মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন চলছে।
দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র ফরিদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, কীভাবে তাদের দেশে পাঠানো হবে এ বিষয়ে আমরা কাজ করছি। আমরা বিমান বাংলাদেশের সঙ্গে কথা বলছি। আমরা মনে করি এটি একটি ভালো উপায় হতে পারে।
গতকাল পর্যন্ত ভারতে ৫০০ এর বেশি বাংলাদেশি, যাদের বেশিরভাগ চেন্নাই ও বেঙ্গালুরুতে আটকা পড়েছেন, তারা বাংলাদেশ দূতাবাসের হটলাইন নাম্বারে ফোন করেছেন। তাদের বেশিরভাগই দেশে ফিরতে চান। কেউ কেউ ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছেন।
ফরিদ হোসেন জানান, স্থানীয় ভারতীয় এয়ারলাইন্সগুলো পাওয়া যায়নি। দূতাবাস বাংলাদেশ বিমান ও এয়ার ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছে।
তিনি বলেন, যারা বাংলাদেশে ফিরবেন তারা নিজেদের খরচে ফিরবেন। যদি বিমান ভাড়া পাওয়া যায়, তবে যাত্রীদের আত্মীয় বাংলাদেশ থেকে টিকিট কিনতে পারবেন। এক্ষেত্রে মানি ট্রান্সফারের কোনো বিষয় নেই।
ভারত সরকার এ কাজে বাংলাদেশকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
যারা আর্থিক সংকটে পড়েছেন তাদের বিষয়ে দূতাবাস মুখপাত্র জানান, সরকার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছে। তাদের আত্মীয়রা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।
তিনি জানান, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষের দিকে তাদের ভিসা বাড়ানোর আশ্বাস দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
Comments