সবার পিপিইর প্রয়োজন নাই: প্রধানমন্ত্রী

‘দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে আতঙ্কিত হয়ে যার যা পরার দরকার নাই সেও তা পরছে। সবার পিপিইর প্রয়োজন নাই। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’

‘দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে আতঙ্কিত হয়ে যার যা পরার দরকার নাই সেও তা পরছে। সবার পিপিইর প্রয়োজন নাই। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’

আজ মঙ্গলবার করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

‘পিপিই শুধু ডাক্তার, নার্স ও রোগীর যারা সেবা করবে তাদের পিপিই প্রয়োজন,’ উল্লেখ করে তিনি বলেন, ‘এ জন্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যাদের শুধু মাস্ক পরলেই চলবে তারা মাস্ক পরবে। যাদের গ্লাভস পরা দরকার তারা তা পড়বে। যারা গাউন পরতে চান তারা তা বানিয়ে নিবেন। সবার সবকিছু পরার দরকার নাই।’

পাশাপাশি সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আতঙ্কিত হওয়ার দরকার নাই।’

‘আইইডিসিআর প্রচার করতে পারে কে কি পরবেন,’ যোগ করেন তিনি।

এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ থেকে লিফলেট প্রকাশ করা দরকার বলেও মন্তব্য করেন।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

28m ago