পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ সরোয়ার ওরফে সরো ওরফে শাহীন আলম ওরফে আশিক (৩৬) নামে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ও হত্যা মামলার আসামি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আজ মঙ্গলবার ভোররাতে সাঁথিয়া উপজেলার শামুকজানি বাজারে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সরোয়ার উপজেলার পুন্ডুরিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। গৌতম কুমার বিশ্বাস বলেন, সাঁথিয়া উপজেলার শামুকজানি বাজারে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত একত্রিত হয়েছে— এমন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সাঁথিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়েই তারা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সরোয়ারকে উদ্ধার করা হয়। তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, একটি কার্তুজ, একটি চাকু, এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। অভিযানে দুই জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, বলেন গৌতম কুমার বিশ্বাস।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

29m ago