করোনায় গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও ৭, মিশিগানে ১ বাংলাদেশির মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও ৭ ও মিশিগানে এবং বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও জ্যাকশন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিঁয়া মাসুদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও একাধিক উৎস থেকে দ্য ডেইলি স্টার মৃত্যুর সংবাদ নিশ্চিত হয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনায় বাংলাদেশি মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।
এর আগে, নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত একজন ২৪ বাংলাদেশির মৃত্যুর সংবাদ দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে।
গতকাল নিউইয়র্কের সাংবাদিক নিহার সিদ্দিকী জানিয়েছিলেন, ‘মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ না করার জন্য তাদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।’
‘নিউইয়র্কের হাসপাতাল থেকে তথ্য পাওয়া অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হাসপাতালে ঢোকার অনুমতি নেই কাছের পরিজনদেরও। পুরো শহর লকডাউন থাকায় গুঞ্জন-গুজবে আতঙ্ক বাড়ছে।’
আরও পড়ুন:
Comments