আশকোনা কোয়ারেন্টিন সেন্টার থেকে ছাড়া পাচ্ছেন ৩ বিদেশফেরত

সুইডেনফেরত তিন জন বাংলাদেশি আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টিন সেন্টার থেকে ছাড়া পেতে যাচ্ছেন। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরও তাদের শরীরে করোনাভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি।
Ashkona Hajj Camp.jpg
আশকোনা হজ ক্যাম্প। ছবি: ইউএনবি

সুইডেনফেরত তিন জন বাংলাদেশি আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টিন সেন্টার থেকে ছাড়া পেতে যাচ্ছেন। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরও তাদের শরীরে করোনাভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি।

আজ মঙ্গলবার মেজর মোহাম্মদ মোস্তফা কামাল কুশাল এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একজন চিকিৎসক এসে তাদের পরীক্ষা করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

এই সেনা কর্মকর্তা জানান, করোনার লক্ষণ না থাকায় আশকোনা কোয়ারেন্টিন সেন্টারে অবস্থানরত ৩১ জনকে এখনও কোন পরীক্ষা করেনি কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, সেখানে ১৪টি কক্ষে তিনশ জনের থাকার ব্যবস্থা রয়েছে। প্রতিটি কক্ষে দুটি টেলিভিশন, উচ্চগতির ইন্টারনেট এবং ক্যারম খেলার ব্যবস্থা রয়েছে।

Comments

The Daily Star  | English
interim government struggles with decision-making

Interim govt struggling on many fronts

The government on around a dozen occasions has backtracked on its decisions during its two months in office, casting doubts about its resolve.

12h ago