বরইছড়া গ্রামের একটি পরিবার কোয়ায়েন্টিনেই থাকবে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বরইছড়া গ্রামকে লকডাউন রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসিমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বরইছড়া গ্রামকে লকডাউন রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসিমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হওয়ায় রোববার বিকালে বরইছড়া গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছিল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না নিশ্চিত হওয়ার পরে আজ সকালে লকডাউন রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ওই নারীর পরিবারের দুই শিশুর সর্দি ও কাশি রয়েছে। যে কারণে শুধু ওই পরিবারের সদস্যরা কোয়ারেন্টিনে থাকবেন।’

মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘গত রবিবার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সুচিত্রা সরকার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়। মারা যাওয়ার আগে তিনি চার দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট এবং দুদিন ধরে ডায়রিয়ায় ভুগছিলেন। রোববার সকালে তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিনই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। গতকাল রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) রিপোর্ট আমাদের হাতে এসেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

Comments