ত্রাণ বিতরণ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত

Jamal_Gazi_Joshore
ছবি: সংগৃহীত

যশোরের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নূর জামাল গাজী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাগেরহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নূর জামাল গাজীর বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার ডুমুরখালী এলাকায়। তার বাবার নাম শামসুদ্দিন। তিনি যশোর শহরের জেল রোড এলাকায় বন্ধন নামে একটি বেসরকারি ক্লিনিকের মালিক ছিলেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, নূর জামাল গাজী মণিরামপুর উপজেলায় দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে মোটরসাইকেলে যশোরে ফিরছিলেন। সে সময় এই দুর্ঘটনা ঘটে।

কোতয়ালী থানা সূত্র জানায়, বাগেরহাট বাজারে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জামাল গাজী। সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

Comments